জিশানের মুখে হাসি

দিনাজপুর জেলার সদর উপজেলার ৪ নং শেখপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামে ২৬ মাস বয়সী জিশান জন্ম থেকেই কাটা ঠোঁট ও কাটা তালুর সমস্যায় ভুগছিল। তার বাবা মোঃ শামীম ইসলাম একজন কৃষি শ্রমিক, অন্যের জমিতে কৃষি কাজ করে তাদের সংসার চালান। মা সূবর্ণা আক্তার একজন গৃহিণী। ২০২৩ সালের ১৯ র্ফেরুয়ারি দিনাজপুর সদর হাসপাতালে জিশানের জন্ম হয়। জন্ম গ্রহণের পর তার বাবা-মা ও পরিবারের সদস্যরা জানতে পারেন তাদের নবজাতকের ঠোঁট ও তালুতে ত্রুটি রয়েছে। এই অপ্রত্যাশিত খবরে পরিবারে নেমে আসে বিষাদের ছায়া, বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা জিশানের মাকে এজন্য দায়ী করেন। হাসপাতালের কর্তব্যরত নার্স তাদের দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে স্মাইল ট্রেন ক্লেপ প্রজেক্ট-এর ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী, জিশানের পরিবার শৈলেন চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করেন। এরপর, ২০২৩ সালের ৫ অক্টোবর জিশান দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে ভর্তি হয় এবং ৬ অক্টোবর তার ঠোঁটের সফল অস্ত্রোপচার করা হয়। এই অপারেশনের পর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সম্পদ আলী ও ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায় জিশানের বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। পরবর্তীতে, ২০২৪ সালের ২৩ জানুয়ারি জিশানকে পুনরায় দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৪ জানুয়ারি তার তালুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে জিশান সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছে। তার পরিবারের সকলে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল এবং স্মাইল ট্রেন ক্লেপ প্রজেক্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জিশানের পরিবারের আশা, তাদের ছেলে বড় হয়ে লেখাপড়া শিখে মানুষের সেবায় নিজেকে নিয়োাজিত করবে।
Previous Post