Patients Fedback

 লাবিবের পরিবার এখন আনন্দিত 

দিনাজপুর জেলার সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের উত্তর জয়দেবপুর গ্রামে মোঃ লাবিব ইসলাম জন্মগত ভাবে কাঁটা ঠোট ও কাঁটা তালু নিয়ে জন্ম গ্রহন করেন। পিতা মোঃ এনামুল হক একজন ক্ষুদ্র ব্যবসায়ী, মাতা লাবনী আক্তার একজন গৃহিণী। লাবিব ইসলাম ২৩ মার্চ ২০২৩ সালে এইচ কে মাদার কেয়ার হাসপাতালে জন্ম গ্রহন করেন। তার পিতা মাতা সহ পরিবারের সকলেই সন্তানের কাঁটা ঠোট ও কাঁটা তালু দেখে বিস্মিত হয়। তারা দিশেহারা ও চিহ্নিত হয়ে, ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ্ তালাহকে ডাকতে থাকেন। 

সন্তানের উন্নত চিকিৎসার জন্য তাঁরা বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে যোগাযোগ করেন। কিন্তু এই চিকিৎসা অনেক ব্যয় বহুল শুনে তারা পারিবারিক ভাবে হতাশাগ্রস্থ হয়ে পরেন। 

পরবর্তীতে তাঁরা দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে বিনা মূল্যে কাঁটা ঠোট ও কাঁটা তালুর অপারেশন হয় শুনে যোগাযোগ করেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায় লাবিবের সম্পূর্ন বিনামূল্যে কাঁটা ঠোট ও কাঁটা তালু অপারেশন এর প্রয়োজনীয় তথ্য প্রদান করেন। সে প্রেক্ষিতে দিনাজপুর ডায়বেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে প্রখ্যাত প্লাষ্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খোন্দকার এর তত্ত্বাবধানে সম্প‚র্ণ বিনাম‚ল্যে  গত ৫ অক্টোবর ২০২৩ ইং তারিখে কাঁটা ঠোট এবং ২৪ জানুয়ারী ২০২৪ইং তারিখে কাঁটা তালু অপারেশন সম্পন্ন করা হয়।

অপারেশন এর পরবর্তীতে তাঁর পিতা-মাতা পরিবার সহ সমাজের সকলে অনেক আনন্দিত ও উল্লাশিত হন। স্মাইল ট্রেন এর এই সার্বিক সহায়তায়র জন্য তাঁর পিতা-মাতা ও পরিবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।