About

Welcome to DDSH Smile Train Cleft Care!

We are dedicated to transforming lives, one smile at a time. Here, you'll find everything you need to know about cleft care, from understanding the condition to accessing free surgical treatment.

Our passion is your child's health and happiness.

Founded in 2019 by the Diabetic Association Dinajpur, DDSH Smile Train Cleft Care partners with Smile Train, the world's largest cleft-focused charity. Together, we empower Dinajpur Diabetes and Healthcare Hospital to provide completely free cleft lip and palate surgeries for children in need.

Our mission is clear: to rebuild smiles and confidence for children born with clefts, ensuring they have the opportunity to thrive.

Explore our website to learn more about:

  • Cleft care and treatment options
  • The benefits of free surgery at Dinajpur Diabetes and Healthcare Hospital
  • How to schedule a consultation

Have questions? We're here to help!

Contact our friendly team at ddshst2019@gmail.com.

Sincerely,

The DDSH Smile Train Cleft Care Team 

 



ঠোঁট কাটা ও তালু কাটা একটি জন্মগত শারীরিক ত্রুটি। অনেক শিশুই ঠোঁটকাটা-তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করে। ঠোঁটের ওপরের অংশ এবং মুখের ভেতরের তালুতে যদি দৃশ্যমান গঠনগত কোন ত্রুটি চোখে পড়ে তাকেই ঠোঁটকাটা এবং তালুকাটা বলে। গর্ভস্থ শিশুর মুখের গড়ন অসম্পূর্ণভাবে গঠিত হলে জন্মের পর এ ধরনের সমস্যা দৃশ্যমান হতে শুরু করে। বিশ্বে গড়ে প্রতি ৭০০ জনের মধ্যে একজন শিশু এসব সমস্যা নিয়ে জন্মায়। সেই হিসাবে প্রতিদিন ৫৪০ জন, বছরে এক লাখ ৯৭ হাজার ১০০ জনেরও বেশি ঠোঁট কাটা ও তালু ফাটা শিশু জন্মায়।

সময়মতো চিকিৎসা না করালে শিশু বড় হবার সাথে সাথে নানা ধরনের সমস্যায় ভুগতে থাকে এবং এই সমস্যা দিন দিন বাড়তে থাকে। যেমন ঠিকমতো খেতে পারে না, খাওয়ার সময় খাবার নাকে উঠে যায়, শ্বাসনালির প্রদাহ হয় ঘন ঘন, শিশু অপুষ্টিতে ভোগে, শোনার সমস্যাও হয়। শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি কমে। এতে করে শিশু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। শেষে যখন কথা শেখে তা নাকের টানে কথা বলা শেখে। ঠোঁটকাটা যদি ওপরের মাড়ি পর্যন্ত বিস্তৃত হয় তাহলে দাঁতেরও সমস্যা দেখা দেয়। ঠোঁটকাটা-তালুকাটার ফলে কথা বলতে বা শব্দ উচ্চারণে সমস্যা হয়।

আধুনিক উপায়ে অস্ত্রোপচার করে এ ধরনের জন্মগত ত্রুটি সহজেই ঠিক করা যায়। ঠোঁটকাটা-তালুকাটা চিকিৎসার মূল লক্ষ্য হলো শিশুর মুখের স্বাভাবিক গড়ন, শিশুর নিশ্বাস নেওয়া, খাওয়া, কথা বলা এবং শোনার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা দূর করা। দ্রুততার সাথে সঠিক পদ্ধতি ব্যবহার করে অপারেশন করলে রোগী এই সমস্যা থেকে আজীবনের জন্য পরিত্রাণ পেতে পারেন।

আপনার সন্তান ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করলে আতঙ্কিত কিংবা বিভ্রান্ত না হয়ে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে যোগাযোগ করুন এবং   সন্তানের সুস্থ ও সুন্দর ভাবে বেড়ে ওঠা নিশ্চিত করুন।


DDSH তার প্লাস্টিক সার্জনদের বিশেষজ্ঞ দলের মাধ্যমে ফাটা ঠোঁট এবং তালুর মতো জন্মগত ত্রুটিযুক্ত শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করে। প্রকল্পটি বিচ্ছিন্ন শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং নিরাপদ অস্ত্রোপচার পদ্ধতির জন্য চিকিৎসক ও চিকিৎসা পেশাজীবীদের শিশুস্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচি এবং প্রশিক্ষণ প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে।