বিনামূল্যে ঠোঁট কাটা তালু কাটা অপারেশন ক্যাম্প নভেম্বর ২০২৪
গত ১ নভেম্বর ২০২৪ হতে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল টেইন'র সহযোগিতায় এবং প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে 'জন্মগত ঠোঁট কাটা-তালু কাটা (টাকরা) রোগীদের বিনামূল্যে ৩ দিনব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অপারেশন ক্যাম্পে রোগীদের বিনামূল্যে অপারেশন ও ওষুধ প্রদানসহ হাসপাতালে থাকাকালীন রোগীদের খাওয়া, থাকা এবং যাতায়াত ভাড়া প্রদান করা হয়। প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস হাসপাতালে জন্মগত কাঁটা ঠোঁট ও তালু রোগীদের চিকিৎসায় তিনি ও তার মেডিকেল টিম বিনামূল্যে অপারেশন ক্যাম্প পরিচালনা করছেন। বিশেষ করে শিশুরা এই অপারেশনের মাধ্যমে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন-যাপনকরছে। অপারেশনের সময় সহযোগিতা করেন ডা. মো. শামীম হোসেন, ডা. মোস্তফা মো. আনিসুজ্জামান, ডা. নীহার রঞ্জন কুন্ডু, ডা. মো. আইয়ুব আলীসহ দক্ষ চিকিৎসক টিমের সদস্যরা।
A beacon of hope shone on the faces of congenital cleft lip and palate patients in Dinajpur. From November 1, 2024, a free 3-day operation camp, organized by Dinajpur Diabetes and Swasthoseba Hospital in collaboration with Smile Train, transformed lives. Led by renowned Plastic Surgeon Professor Dr. Md. Sazzad Khandaker, the camp offered not just free surgeries and medicines, but also essential support, including food, accommodation, and transportation. Dr. Md. Shamim Hossain, Dr. Mostafa Md. Anisuzzaman, Dr. Nihar Ranjan Kundu, Dr. Md. Ayub Ali, and other skilled team members contributed to the success of this life-changing initiative.