বিনামূল্যে ঠোঁট কাটা তালু কাটা অপারেশন


বিনামূল্যে ঠোঁট কাটা তালু কাটা অপারেশন




আমেরিকান দাতা সংস্থা স্মাইল ট্রেইনের অর্থায়নে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের চিকিৎসাসেবা শুরু হয়েছে।

আগামী ১ নভেম্বর ২০২৪ ঢাকা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারী বিভাগের প্রাক্তান প্রধান প্রফেসর ডা. মো. সাজ্জাদ খন্দকারের নেতৃত্বে বিশেষজ্ঞ টিম জন্মগতভাবে ঠোঁট কাটা বা তালু কাটা মানুষের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনার প্রয়াসে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।


সংস্থা স্মাইল ট্রেইনের অর্থায়নে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে প্রতি মাসে নিয়মিত এ ধরনের অপারেশন করে থাকে। এ ছাড়াও বার্ন-প্লাস্টিক সার্জারি এবং জন্মগত সমস্যাজনিত রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র দেওয়া হবে। 

আগ্রহী রোগীদের রেজিস্ট্রেশন করার জন্য ০১৭১০৬০৬৭১৪ ও ০১৯৯৪১১৫৫৩২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। 


> Register Now
Next Post